বিনোদনগর একটি মৌজার নাম বিনোদনগর নাম করনটি বিভিন্ন সময়ে বয়স্ক লোকদের নিকট থেকে জানা যায় যে, বিনোদনগর মৌজায় বন জঙ্গ্ল ছিল এবং তার পার্শ্বে একজন বিনোদ নামে লোক একজন রাখাল ছিলেন। পরবর্তীতে বিনোদ রাখালের নামেই বিনোদ নগর নাম করন হয়। এখানে ১টি পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় ১টি বহুমূখী হাইস্কুল একটি মাদ্রাসা ১টি মসজিদ ১টি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি পোষ্ট অফিস এবং একটি বাজার রয়েছে ইউনিয়ন পরিষদটি ১৯৬৫ সা্লে মৃত্যু হবিবর খান চেয়ার ম্যানের ইউনিয়ন পরিষদের জমি ক্রয় করেন।এবং ইউনিয়ন পরিষদ ভবন ১৯৬৬ সালে নির্মান করেন ২০১০ সালে ইউনিয়ন পরিষদের নতুন ভন নির্মিত হয়। পরিষদটি সুন্দর ভাবে বর্তমান চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ও ইউপি সদস্য গনের মাধ্যমে সুন্দর সুষ্ঠ ভাবে পুরিচালিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস