কৃষক পর্যায়ে ভেজাল রাসায়নিক সার সনাক্তকরণের সহজ উপায়
পিডি এফ ফাইলটি ওপেন করুন
বিভিন্ন সার চেনার উপায়
সারের নাম |
রং/বর্ণ |
আকার/আকৃতি |
গন্ধ |
হাতের অনুভূতি |
অন্যান্যবৈশিষ্ট্য |
ইউরিয়া |
সাদা |
সাগু দানার মত গোলাকার |
তীব্র ঝাঁঝালো |
পিচ্ছিল |
বাতাসে ভিজে যায় |
টিএসপি |
ধূসর বা মেটে |
ডিম্বাকার |
ঝাঁঝালো নয় |
পিচ্ছিল নয় |
ইঁদুরে তোলা মাটির মত |
এসএসপি |
কালচে ধূসর |
অনিয়ত ডিম্বাকার |
মধ্যম |
খসখসে |
দেখতে অনেকটা টিএসপি এর মত |
এমপি |
লাল/সাদা |
লবণের দানার মতো |
কম |
খসখসে নয় |
ইটের গুঁড়ার মত বা লবণের মত |
জিপসাম |
রূপালী |
ক্ষুদ্র দানাদার |
কম |
পিচ্ছিল রেশমী |
ভিজা ভিজা থাকতে পারে |
দস্তা সার |
কালচে |
অনিয়ত ডিম্বাকার |
মধ্যম |
খসখসে |
ধরলে হাত জ্বালা করে |
গোবর |
ধূসর |
আঁশীয় গুঁড়া |
মধ্যম |
খসখসে |
আঁশ বেশী শক্ত |
কমপোস্ট |
কালচে ধূসর |
গুঁড়া |
কম |
পাউডারের মত |
আঁশ কম |
মুরগির বিষ্ঠা |
ধূসর |
অনিয়ত |
তীব্র এমোনিয়া |
মসৃণ নয় |
ভিজা ভিজা |
খৈল |
কালচে |
কেক |
ঝাঁঝালো |
খসখসে |
হাতের মুঠোয় ভাঙ্গা যায় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস