বিস্তারিত:
একটি জরুরী বিজ্ঞপ্তি’’ এতদ্বারা অত্র ২নং বিনোদনগর ইউনিয়নের সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের জানানো যাইতেছে যে, আপনার মূল ভাতাভোগী কার্ড ও ভোটার আইডি কাডটি অতি সত্বর ২নং বিনোদনগর তথ্য ও সেবা কেন্দ্রে জমা করার জন্য অনুরোধ করা হইল। জমাদানের শেষ তারিখ আগামী ২০/১০/২০১২ইং রোজ বৃহস্পতিবার। এছাড়াও অত্র ইউনিয়নের সর্ব সাধারণ কে জানানো যাইতেছে যে, সারা দেশ ব্যপি এক যোগে অনলাইন জন্ম নিবন্ধন চলছে। শূন্য থেকে যে কোন বয়সের ব্যক্তিকে অনলাইন জন্ম নিবন্ধন ভুক্ত হতে হবে। যাহারা এখনও জন্ম নিবন্ধণ কেরননি তাহাদের কে অতি জরুরি ভিত্তিতে ২নং বিনোদনগর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য বলা হইল।-আদেশক্রমে,চেয়ারম্যান,২নং বিনোদনগর পরিষদ,নাবাবগঞ্জ, দিনাজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস